বিবিসি’র চোখে
আরববিশ্বে কাশ্মীরের চেয়ে ভারতের গুরুত্ব বেশি কেন?
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ ছবি: টুইটার
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জের ধরে খুব স্বাভাবিকভাবেই চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্ক এখন দা-কুমড়োর পর্যায়ে। অনেকেই ধরে নিয়েছিল বিষয়টি নিয়ে মুসলিম বিশ্ব বিশেষ করে আরব জাহানে কঠিন প্রতিক্রিয়া হবে। কিন্তু বাস্তবে সেরকম কিছু তো হয়ইনি, উল্টো মধ্যপ্রাচ্য সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়াও আমিরাতের অন্যতম রাজ্য আবুধাবিকে নরেন্দ্র মোদির ‘দ্বিতীয় বাসস্থান’ হিসেবেও ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় সবচেয়ে বেশি হতাশ হয়েছে পাকিস্তান। অবাক হয়েছে মুসলিম বিশ্বসহ গোটা দুনিয়া। তার মানে কি? আরবদের কাছে কাশ্মীরের চেয়ে ভারত আগে! অনেকের মনেই ঘুরপাক খেতে থাকা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে বিবিসি’র এক প্রতিবেদনে। আগ্রহোদ্দীপক বিবেচনায় বিবিসির বিশ্লেষণটি প্রবাসখবর.কম-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
ভারতীয় সংবিধানের যে ৩৭০ ধারায় কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছিল সেটি বিলোপ করার পর কাশ্মীর নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে।
এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। তারা আশা করেছিল মুসলিম বিশ্ব এই ইস্যুতে সোচ্চার হোক, আওয়াজ তুলুক কাশ্মীরিদের অধিকারের পক্ষে।
কাশ্মীরকে বিবেচনা করা হতো ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় হিসেবে। তবে বিষয়টি নিয়ে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হলো, তখন কাশ্মীরিদের অনেকেই আশা করেছিল কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সংস্থায় এর সমাধান হবে।
ভারতেও প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীসহ আরো কয়েকটি দলের নেতারা সম্প্রতি কাশ্মীরে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে কিন্তু তাদেরকে রাজধানী শ্রীনগরের বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফিরে এসে ইন্ধিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী বলেছেন, "কাশ্মীরের পরিস্থিতি ভাল নয়।" এর মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতে গেলে সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'জায়েদ মেডাল'ও দেওয়া হয়েছে তাকে। এছাড়াও আবুধাবিকে নরেন্দ্র মোদির 'দ্বিতীয় বাসস্থান' হিসেবেও ঘোষণা করা হয়েছে।
অনেকেই বলছেন, এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে মধ্যপ্রাচ্য কিম্বা আরববিশ্বের কাছে কাশ্মীরের চেয়ে ভারতের গুরুত্বই বেশি।
সৌদি আরবে ভারতের সাবেক কূটনীতিক তালমিজ আহমেদ বিবিসিকে বলেছেন, "পশ্চিম এশিয়ার দেশগুলো মূলত কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় বলেই মনে করে। এটাই তাদের সামগ্রিক ধারণা। তারা মনে করে এই দুটো দেশেরই উচিত এর নিষ্পত্তি করা।"
"তারা মনে করে কাশ্মীর কোন আন্তর্জাতিক ইস্যু নয়। সংবিধান থেকে যে ৩৭০ ধারাটি বাতিল করা হয়েছে সেটি ভারতের অভ্যন্তরীণ ও সাংবিধানিক বিষয় বলেও তারা মনে করে," বলেন তিনি।
একই ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের গবেষক ফজলুর রহমানও। তিনি বলেছেন, "আন্তর্জাতিক রাজনীতি এখন বাস্তবতাবাদের যুগে প্রবেশ করেছে। নীতি নৈতিকতার যুগ এখন আর নেই।"
"আপনি যদি আমেরিকা কিম্বা ইউরোপের দিকে তাকান তাহলেও একই জিনিস দেখতে পাবেন। সেখানেও আঞ্চলিক রাজনীতি ও তাদের নিজস্ব বিষয়গুলোই প্রাধান্য পাচ্ছে," বলেন মি. রহমান।
তিনি আরো বলেন, ভারতের বিষয়ে পশ্চিম এশিয়ার দেশগুলোর দৃষ্টিভঙ্গি গত আট দশ বছরে আমূল বদলে গেছে। তালমিজ আহমেদ বলেন, ভারতের সাথে আরব বিশ্বের সম্পর্কে বড়ো ধরনের পরিবর্তন আসে ২০০১ সালে যখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং সৌদি আরব সফরে গিয়েছিলেন।
মি. আহমেদ সেসময় সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, "আরব বিশ্বের সাথে ভারতের রাজনৈতিক সংলাপ শুরু হয় ২০০১ সালে। সৌদ আল-ফয়সালের সাথে তখন যশবন্ত সিং-এর দীর্ঘ এক বৈঠক হয়েছিল। সেসময় কাশ্মীর ইস্যুতে সৌদি নেতা তাদের বক্তব্য পড়ে শোনালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তিনি এর কোনটার সাথেই দ্বিমত পোষণ করেন না।"
তার মতে, এটা ছিল কাশ্মীরের প্রতি সৌদি আরবের বার্তা।
তালমিজ আহমেদ বলেন, এর পর থেকে সৌদি আরব ও ভারতের মধ্যে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা হয় যাতে বলা হয় যে অন্য কোন দেশের সাথে সম্পর্ক তাদের সম্পর্কে কোন প্রভাব ফেলবে না।
২০০৬ সালে এই সম্পর্ক আরো উষ্ণ হয় যখন ভারত তার প্রজাতন্ত্র দিবসে সুলতান আব্দুল্লাহ বিন আব্দুল আজিজকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ভারত সফর করেছেন। এছাড়া সৌদি কোম্পানি আরামকো ভারতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে।
তালমিজ আহমেদ বলেন, "ভারত ও আরব বিশ্বের মধ্যে সম্পর্কে প্রথমদিকে জ্বালানী ও অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ২০১০ সালের পর এটি বদলে যায় এবং রিয়াদ ভারতের সাথে 'কৌশলগত অংশীদারিত্বের' কথা ঘোষণা করে।
এর পর থেকে পাকিস্তানের সাথে আরব বিশ্বের সম্পর্ক দুর্বল হতে শুরু করে কীনা এই প্রশ্নের জবাবে মি. আহমেদ বলেন, "আন্তর্জাতিক সম্পর্ক আসলে এভাবে কাজ করে না যে একটি দেশের সাথে সম্পর্ক তৈরি হলে আরেকটি দেশের সাথে সম্পর্ক ভেঙে যাবে।"
"মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। তবে তার ভিত্তি আলাদা," বলেন তিনি।
"পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তারা। কিন্তু এর সাথে ভারতের কোন সম্পর্ক নেই।"
ভারতের সাথে তারা যে সম্পর্ক তৈরি করেছে তার মধ্যে রয়েছে জ্বালানী, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা এবং সন্ত্রাস দমন।
অন্যদিকে ফজলুর রহমান বলেন, গত ১০ বছরে ভারতের অর্থনীতি অনেক বেশি স্থিতিশীল হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের কথাও এখন আন্তর্জাতিক অঙ্গনে শোনা যাচ্ছে। কিন্তু অন্যদিকে এদুটো বিষয়ে পাকিস্তানের অবস্থান আগের তুলনায় বেশ খারাপ হয়েছে।"
তিনি বলেন, আরব বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ।
কিন্তু পাকিস্তান তো দাবি করে যে তারা 'নিজেরাই সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার' এর জবাবে তিনি বলেন, "আপনি সন্ত্রাসের শিকার হতে পারেন কিন্তু আপনি তো এটা দেখাতে পারেন না যে এবিষয়ে আপনি গুরুত্ব দিচ্ছেন না।"
তিনি আরো বলেন, পাকিস্তানের অর্থনীতি এতোটাই খারাপ হয়েছে যে আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানকে এখন অনেকটাই বোঝার মতো মনে করছে। পাকিস্তানের পররাষ্ট্র নীতির সাথেও তাদের অবস্থানের পার্থক্য প্রকাশ্যে এসেছে।
"মধ্যপ্রাচ্যে পাকিস্তান সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছে যে অতীতে এই দেশটি তাদেরকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়েছে কিন্তু ইয়েমেন, সিরিয়া কিম্বা লেবানন ইস্যুতে সেভাবে সমর্থন দেয়নি। এমনকি ইয়েমেনে সৈন্য পাঠাতেও তারা অস্বীকার করেছে।"
তিনি বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই-এ ভারত, ইসরায়েল, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন যে রাজনীতি তৈরি হয়েছে তা থেকে পাকিস্তান যেন ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।"
প্রবাসখবর.কম/এসএস
- মতলব উত্তরের সাতটি স্থানে ১৪৪ ধারা জারি
- ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা এলো বিশেষ বিমানে
- আরব আমিরাত-ভারত যাত্রায় খরচ হবে মাত্র ৭ হাজার টাকা
- কাতারে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহৎ ক্রীড়া যাদুঘর
- আমিরাতে অতিরিক্ত শব্দের গাড়ি চালানোর জন্য ২ হাজার জরিমানা
- ইতালির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটেও প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্ত
- অস্ট্রেলিয়ায় যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি ছাত্র গ্রেফতার
- করোনার টিকা নিয়ে ভারতে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু
- বাংলাদেশের ড. নাজমুল মালয়েশিয়ার অন্যতম সফল ব্যক্তি হিসাবে ভূষিত
- এক সপ্তাহে কুয়েতে ১৭৭৪ টি ওয়ার্ক পারমিট বাতিল
- দুবাই ও আবুধাবিতে কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঘোষণা
- করোনায় কুয়েতে প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত
- দেশে আগামী ২৫ জানুয়ারি আসবে ৫০ লাখ করোনার টিকা
- টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- রাজধানীতে অসময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- আমিরাতে গৃহকর্মী নিয়োগের জন্য ২৫০ টি অফিস বন্ধ ঘোষণা
- বাংলাদেশ থেকে বিশেষ ভাড়া ঘোষণা করেছে এমিরেটস
- কুয়েতে আগতদের জন্য হোম কোয়ারেন্টাইন ১ সপ্তাহ কমানোর পরিকল্পনা
- করোনা ভ্যাকসিন নেওয়া প্রথম বিমান সংস্থা হবে সিঙ্গাপুর এয়ারলাইন্স
- প্রবাসীরা বিদেশ থেকে বৈধভাবে যে পরিমাণ স্বর্ণ আনতে পারবেন
- কাতার ফেরত এক যাত্রীর থেকে উদ্ধার ৩ কেজি স্বর্ণ
- বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৬৫ হাজার ছাড়াল
- দক্ষিণ আফ্রিকায় ইট দিয়ে মাথা থেঁতলে বাংলাদেশি যুবককে হত্যা
- আবারো কাতার প্রবাসীদের জন্য সুখবর
- ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের ১০ তলায় আগুন
- নিজ বাসা থেকে তরুণ মডেল সাদিয়া নাজের মরদেহ উদ্ধার
- করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু
- কুমিল্লায় চাঁদার দাবিতে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত: শিক্ষামন্ত্রী
- কাতারে ট্রাফিক সাইনের ব্যাপারে পুলিশের সতর্কবার্তা
- কুয়েতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন নতুন সিস্টেম চালু
- কাতারে নিজের আইডি দিয়ে অন্যের যেসব উপকার করবেন না
- কুয়েতে সরকারী চুক্তি শেষ হওয়া শ্রমিকদের বরখাস্ত করতে হবে
- কুয়েতে খাদেম ভিসায় যেতে ব্যয় ৯৯০ থেকে বেড়ে ১৫০০ দিনার
- কাতারে মাস্ক বাধ্যতামূলক করতে কঠোর অবস্থানে পুলিশ
- নোয়াখালির ২ ভাইকে চাকরি দিয়ে বিপদে পড়েছে কাতার প্রবাসী ব্যবসায়ী
- কুয়েতে সবজির চাহিদা মেটাচ্ছেন প্রবাসী বাংলাদেশ
- সৌদিতে ২৩ লাখ বাংলাদেশির প্রশংসা করলেন সৌদি কর্তৃপক্ষ
- আগামী ৩১ শে মার্চ থেকে সৌদির সকল বিমানবন্দর পুরোপুরি চালুর ঘোষণা
- আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২৭ শ্রমিক আহত, বেশিরভাগই প্রবাসী
- এক সপ্তাহে কুয়েতে ১৭৭৪ টি ওয়ার্ক পারমিট বাতিল
- কাতারে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার করোনায় আক্রান্ত
- কুয়েতে বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা নিয়োগ শুরু
- বুটলী এলাকায় বিজিবির বাধায় বেড়া নির্মাণ বন্ধ বিএসএফের
- সৌদিতে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু
- কুয়েতে আগতদের জন্য হোম কোয়ারেন্টাইন ১ সপ্তাহ কমানোর পরিকল্পনা
- মালয়েশিয়ায় যাত্রীসহ বাজেয়াপ্ত হল পাকিস্তানের বিমান
- কুয়েতে করোনায় আরো ৫৬০ জন শনাক্ত, সুস্থ ২৫২ জন
- দুবাই ও আবুধাবিতে কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঘোষণা